তোমার বুকে একযুগ বসবাস করব।
প্রথম প্রথম সেখানে থাকবে
কেবল গ্রীষ্ম ,
কাঠফাটা রোদে আমি পুড়বো অনেকদিন..
তারপর  করবো অভিমান;
বর্ষা আসেনি বলে!
জানতে পেরে হঠাৎ একদিন
ধেয়ে আসবে বর্ষা,
বৃষ্টিতে থই থই করবে তোমার বুক;
তোমার বুক জুড়ে আসবে
রামধনু,
তার থেকে চুরি করবো রঙ ,
আঁকব জল ছবি..
তারপর আবার জমবে অভিমান,
অভিমানের খবর জেনে
ছুটে আসবে শীত;
আতঙ্কে সব সবুজ হবে বিবর্ন,
ঝরে পড়বে সবুজ;
আমি দেখবো বোবা হয়ে..
তারপর,
কিভাবে যেন
তোমার মুঠোয় আসবে
ম্যাজিক..
বাতাসে উড়বে সৌরভ,
আসবে সবুজ পাতা,
সেদিন থেকে শুরু হবে
ঋতু বদলের পালা।