চারপাশে যখন আমার কেবল অন্ধকার;
না কিছু দেখতে পাই, না পারি চিনতে..
চারপাশে প্রতিদ্বন্দ্বীদের অবিরাম ঝিঁঝিঁ রব!!
একাকিত্ব প্রবলভাবে ঢেকে দিচ্ছে অন্ধকারে,
হাতড়াচ্ছি ..
কিছু একটা আঁকড়ে ..
যদি ..
বেরোনো যায়..
তুমি এলে অযাচিতভাবে,
সময়ের সাথে বুঝতে থাকলাম,
অপছন্দের তুমি, মন খারাপের সঙ্গী হলে..
আমার অজান্তেই..
হঠাৎ তোমাকে জানার ইচ্ছে হল..
তুমি তখন আমার মতোই রহস্যে আবদ্ধ!!
এখন তোমায় একটু-আধটু বুঝি।
তোমার হাত ধরে আমি যে আলো দেখি;
সে আলোর মর্ম জানি।
এখন তুমি ভালো থাকার সঙ্গী..
আমার এই কলম ;
এই প্রথম ঘোষণা করছে:
"আমি তোমার প্রেমে পড়েছি কবিতা,
তোমার জন্য আমি যে আলো দেখি সে আলোর উৎস আমার জীবনে কেবল তুমি..
তুমি ছাড়া আমি অন্ধকার.."