কত পরিচিত মুখ
শুধু স্মৃতিপট থেকে
বিলীন হতে বাকি!
বেদনাকে সাথে নিয়ে
সেই স্মৃতিতেই বাঁচি।
কিচ্ছু তো আগের মতো নেই;
আছে শুধু একা একা চলা।
অসুখ নিয়ে গেছে মানুষ,
দিয়ে গেছে শোক।
দিন কেটে গেছে অনিদ্রায়।
বহুবার মাঝরাতে ঘুম ভেঙে
দেখেছি রাতের নীল,
তারার বিক্ষিপ্ত মিছিল;
মহাকাশের তারার মিছিলে
তুমি কোনটা,
চিনব কি করে!