( ১ )
আকাশ আরো কালো হলো,
বৃষ্টি নামলো অঝোর ধারায়..
ঝঞ্ঝা এসে লড়াই করে
ঘুণে খাওয়া দরজা ভাঙে
ছোট্ট শিশু নীরব কেঁদে..
মায়ের কোলে ঢলে পড়ে;
কুঁড়েঘরের ভেজা মেঝেয়,
ছোট্ট প্রদীপ আলো ছড়ায়।
( ২ )
ফুটপাতে রোজ কাটছে দিন,
আধপেটা খেয়ে ভরছে পেট
কল্প দৌড়ে রোজ রাতে
আমিও গড়ি ইমারত।