যদি ভালোবাসতে চাও
ভালোবাসো..
তবে কেবল নিজের জন্য নয়।
আমার জন্যই না হয় কখনও;
আমায় ভালোবেসো..
আমিও তো চাই ,
কেউ আমাকে ভালোবাসি বলুক;
আমার জন্য একটু ভাবুক,
একটু আমার খেয়াল রাখুক,
সময় পেলে কয়েক আঁচড়ে;
কখনও আমার নাম লিখুক,
পদ্য না হয় নাইবা হল,
কয়েক লাইন গদ্য লিখে;
আমার কথা প্রকাশ করুক।
গানের এলোমেলো সুরে,
ভালোবাসি একথা বলুক..
মন খারাপের কান্না দেখে,
ফন্দিফিকির নানান এঁটে,
একটু আমায় হাসিয়ে তুলুক,
এসব নাহয় ছেড়েই দিলাম,
শুধু নাহয় আমার জন্য,
আমায় একটু ভালোবাসুক।