আমি সেই পৃথিবী চেয়েছিলাম,
যেখানে একান্ত ছন্দময় কাটাবো জীবন।
দ্বিগ্বিদিক সুশিক্ষার আলোয় করবে ঝলমল।
কুসংস্কার ঠিক সূর্যোদয়ের আগেই,
পাবে মহাপরিণাম।
প্রাণের স্পন্দনে স্পন্দনে থাকবে
সংহতি।
দ্বেষ-কলহ প্রকৃতির কুয়াশার
সাথে ঝরে যাবে।
অপমান, ঘৃণা বাতাসে থাকবে ঠিক----
কার্বন ডাই অক্সাইডের মত।
আর শান্তি থাকবে,
অক্সিজেনের মত।
আমি চেয়েছিলাম,
শান্তির পৃথিবী।
আমি চেয়েছিলাম---
এক যোগ্য বাসভূমি..
--পাওয়া হলনা!
--নির্মমতার বলি হলাম,
এই নিস্পাপ আমি!