আজ তো সেই অক্ষয় তৃতীয়া,
অতীত আঁকড়ে আমার আফসোসের দিন।
সারাটা দিন জুড়ে তোমারই আনাগোনার দিন,
সশরীরে নয়, স্মৃতিতে...
তোমায় ভালবাসি তবু এ দিনটার অধিকার তোমায় দেবনা।
তুমি কক্ষনো অপেক্ষা করনি,
না কোন কিছুর জন্য;
না আমার জন্য...
কোনদিন কারো জন্য খাবার টেবিলে অপেক্ষা করতে করতে,
কখনও বিকেল হয়েছে তোমার?
আর সে আসেনি নিছক বাহানায়,
অপেক্ষার প্রহর গুনে বিকেল যখন সন্ধ্যে হয়েছে,
সে হয়ত শুনতে চেয়েছে: " তুমি খেয়ে নিও, আজ পৌঁছানো সম্ভব নয়"।
তবু তোমার ফোন বেজে ওঠেনি...
সন্ধ্যের কাঁটা যখন পৌঁছে গিয়েছে মধ্যরাতে,
তবুও তার ব্যস্ততার খামতি ঘটেনি,
আর ছোট্ট মেসেজে বেজে ওঠেনি তোমার ফোন!!
তোমাকে কখনও অপেক্ষা করতে হয়নি,
খাবার টেবিলে...
কিংবা
টেলিফোনের জন্য...
মেসেজের জন্য...
কখনও আমি অপেক্ষা করাইনি তোমায়...
এই একটা দিন যখন ফিরে আসে,
প্রশ্ন তোলে: " ও কি তোর যোগ্য"?
জবাব মেলে না...
রাত কেটে ভোর হয়...
উত্তর আসে--- তবুও তো ভালবাসি,
ছেড়ে যাওয়া তো আমার স্বভাব বিরুদ্ধ।
তবে শুধু এই দিনটার অধিকার কেবল আমার.... যতই তোমাকে ভালোবাসি...।