আমি যখন নতুন জীবনের স্বপ্ন দেখেছি,
স্বচ্ছন্দ ভ্রমণে নিজেকে খুঁজেছি,
নতুন অবলম্বন আমার ক্ষতে প্রলেপ বোলাচ্ছে;
সময় তখন মৃত্যু গন্ধ শোঁকাচ্ছে আমাকে..
আমার কবিতা যাতে প্রেম
পেতে পেতে না পায়,
মৃত্যু গন্ধে পাথর হয়ে থাকে,
হয়তো তাই..
জীবন কেমন এবড়ো-খেবড়ো হয়ে যাচ্ছে।
এদিকে রোজ মন্দিরে ঘন্টা বাজে,
পুজো হয়..
আমার আহ্নিক কেবল বন্ধ থাকে।
আমার বাল্য স্মৃতি যখন
অল্প অল্প জাগে,
তখন রূপকথা মনে হয় সব।
স্মৃতি ছেড়ে জেগে উঠি যদি হঠাৎ;
আমার জীবন ফালি ফালি করে বাস্তব।
আমি জাপটে ধরি নতুন কে,
সুস্থ জীবন পাবো বলে।
অজস্র প্রাচীন ক্ষত
নতুনের কাছে প্রলেপ পেতে চায়..
সেরে উঠতে চায়..
জীবনের স্বপ্নকে সংগ্রাম করে;
বাঁচানোর আশ্বাস দেয় সে আমাকে..
সে এক অন্য স্বাদের জীবন,
তোমরা বুঝবে না,
তবু বলি সে আমার একমাত্র শেষ অবলম্বন।