কেউ একজন আমায়
বলেছিল :: "অপেক্ষা করিস"

আমিও কি বোকা
সেই থেকে আজ পর্যন্ত
অপেক্ষা করেই চলেছি
আজ হয়তো যুগ পেরিয়ে গেছে ।

এ পথ এখন শীতের শুষ্কতায় ধুলো
আর রুক্ষতায় ভরে আছে

এমনি কত শীত কেটে গেল
হাড়িয়ে গেল কুয়াশার ভীড়ে
কত বৃষ্টি জলে ধুয়ে গেল
পথের ধুলা
কত বসন্তপ্রভাতে অজানা ফুলের
সুবাসে ভরে রইল পথ

এইতো আর কদিন পরেই
বসন্ত আসবে

হয়তো এবার সে ফিরে আসবে

আমিও ভুলেই গেছি কে
আমায় অপেক্ষা করতে
বলেছিল ...

আদৌ কি কেউ বলেছিল ??

জানি না
আমি কিচ্ছু জানি না ।

শুধু তাকিয়ে আছিই সেই পথে
তারই
অপেক্ষায় .....................