কতদিন যে কেটেছে বসে কৃষ্ণচূড়ার তোলে
সেই সব চাঁদে ভেজা রাত কবে গিয়েছে চলে
বৃষ্টির হাতে হাত রেখে এসেছে কত বিকেল
বৃষ্টির নেশা ছড়িয়ে দিয়ে হবে আরো কতো সকাল
শীতের বাধন ছিন্ন করেছি তোমার উষ্ণতা পেয়ে
গ্রীষ্মের জলনে শীতল হবো তোমার স্পর্শ চেয়ে
তোমার কাঠি পড়লে ঢাকে তবেই শরৎ হাসে
বসন্ত এসে জানান দেয় সে তোমায় ভালোবাসে
তুমিই আমার প্রাণ সজনী তুমিই আমার প্রিয়া
তোমার কোলেই জন্ম আমার চলেও যাবো প্রাণটি তোমায় দিয়া।।