মনটা কালো করছে কেনো আকাশটার মতো
বৃষ্টি যেমন মেঘ কাটিয়ে
অশ্রু তেমন মন  ভরিয়ে
মাটির সোদা গন্ধের মতন অনুরাগের ব্যথা

আলতো করে ছুঁয়ে দেবে আমার হাতের পাতা
আমার প্রাণের রুক্ষতাকে
আলতো করে, স্পর্শ কাতর
তবুও লোভ ভীষণ কাতর একটু ছোয়ার আশ মেটাতে

এখনো যদি জানতে চাও সুখ আমাদের কোথায় লোকায়
সুখী মনের শর্ত খুঁজি
ভালো থাকার মানে বুঝি
সেই তো ভালো যখন আমি বাঁচার সুখে বাঁচবো সুখে


তীর্থ