পাশে নাক ডাকা বউ, আর রাতে মায়ের কাশি
শুয়ে শুয়ে হঠাৎ করে আমি উঠে বসি।
চোখের সামনে দেখি অন্ধকার জমাট কালো,
আঁধার, তবুও চোখের সামনে উঠে এলো কিছু আলো।
আলো রুপি চিন্তা আমার মনকে ধরে ঘিরে,
মন যায় হারিয়ে একগাদা চিন্তার ভিড়ে।
চিন্তা করতে চেষ্টা করি,আমি কি ভাবছি এখন,
একটা চিন্তা পিছিয়ে পড়ি, চিন্তার কথা ভাবনা যখন।
চিন্তা গুলো হারিয়ে সব, ভাবনার ঘরে শনি,
আমাদের সবার চিন্তা করেন একা এখন চিন্তামনি।
চিন্তামনি বলেন মোদের বাঁচতে যদি চাও,
নিজের মনকে তোমরা সবাই একটু সময় দাও।
মনকে যদি যাচাই করো দেখবে মনের রকমফের,
হরেক রকম চলছে খেলা মনের ভিতর অন্তরের।
মনেতে ব্যথা লাগলে পরে মনই তার পথ্য করে,
যেমন নিজে নিজেই ভালো হয় মন খারাপের পরে।
একটা কথা বলেন উনি সবার কাছে আমায় দিয়ে,
তোমাদের কিন্তু একটাই গতি নিজের মনকে সঙ্গে নিয়ে।
নিজেকে যদি ভালো রাখতে চাও মনটাকে সুখ দাও,
মনের সব জটিল কুটিল সবই এখন বদলে নাও।