জঠর ব্যথায় কাতর উনি, বাংলায় শুনি ত্রাণ
সেই থেকেই তো ভাষা শেখা,বাংলা আমার প্রাণ
তোমার মুখেই শুনতে পাওয়া,প্রথম সেই বুলি
সেই যে সেদিন জন্ম নিলাম,প্রথম চোখ খুলি
শুনতে পেলাম তোমার মুখেই,আমার তোমার নাম
জানতে পেলাম,দেখতে পেলাম,তোমার ভাষার দাম
অনেক মানুষ বাসের এ দেশ,অনেক তাদের ভাষা
সবচেয়ে আপন তাদের মাঝে, আমার মাতৃভাষা।।