স্বর্গের কীট, নরকের প্রাণ
মানুষের কর্ম, মানুষের দান
স্বার্থ সিদ্ধি, বিত্ত বৃদ্ধি
অর্থ দানে, পাপ ও শুদ্ধি

পঞ্চ তত্ত্বে প্রাপ্ত দেহ
ষষ্ট রীপূ চালায় সে ও
রীপূর তারায়, হাতড়ে বেড়ায়
খানিক ছোটে, খানিক দাড়ায়

হটাৎ আবার আবেগ এলে
সবটা ফেলে যাবে চলে
ডুববে নিজের গহন গভীর
জাগবে নিয়ে উষা রবির

আলোর দিশা দেখার ছলে
শিখবে সকল দলে দলে
জানবে তখন সত্যি সবাই
মানব ধর্মের মানুষ চাই

তীর্থ