আমার তোমার অমিল ছিলো অনেক ধরণ
নয়তো তাই, ছিলোনা কিছুই একই রকম
হাজার ভেবেও পাবার আশা আমার কাছে সর্বনাশা
ফন্দি ফিকির শুধুই যে তোর, আমার থেকে পালিয়ে যা
আকাশ যেমন ঘুড়ির কাছে থাকে নাগাল শেষে
তোমার কাছে আমার ভালো, নেই কোনো দাম ধুলায় গেছে মিশে
দেখবো বলে দুচোখ পাতি, দেখতে নাহি পাই
দেখার সাধ তোমার মধ্যে একটুও কি নাই?
এরম ভাবে নয় আরেকটিবার কাটিয়ে নেবো আমি
কিন্তু যখন ভাববে, কেমন ছিলাম দুজনে, সে আর তুমি
আবার যদি ঝর্ণা ধারা, দেখি আলোর ঘোরে
দেখতে পেলেই ঝাপিয়ে পড়ি, আবার নতুন করে
তীর্থ