যখন সবুজ ঘাসে
আলো ঠিকরে পরে
সূর্যের একটি কণা
ঘাসে ঘাসের সাথে
মাটির আরো কাছে
সোঁদা গন্ধ ওঠে
বৃষ্টির ফোটার সাথে
স্মৃতি উপচে পড়ে
ফিরে দেখো পিছে আছে কতো কথা
কতো ব্যথা
জেনে নিয়ে পথ চলো সহজ করে
সোজা ভাবে

সিংহদূয়াড় টাকে
টুকরো করে দিয়ে
এগিয়ে চলার পথে
সব বাঁধন ভেঙে
একা নও আরো আছে তোমার মতন আরো অনেক

যেনো সেই সবুজ পাহাড়ে
যেনো সেই মেঘলা আকাশে
যেনো সেই হীমেল বাতাসে
ছুঁয়ে যায় মন

মন শুধু মিল খোঁজে মনের সাথে
যায় যদি মিলে মিশে এক হয়ে
খুজে নাও যাকে তোমার ভালো লাগে
ভালোলাগে

তীর্থ