মানুষ সবটা জানেনা, জানলে হয়তো এরম হতো না
কিন্তুু মানুষ জানেনা, জানলেও মানে না
মানলেও ভয় পায় , আর একা একা গুমরে মরে
সেই সব মানুষের মদ্ধেই মানুষ অত্যাচারিত হয়
মানুষ মানুষের ভগবান হতে চায়
অন্য ধর্মের দোহাই দিয়ে করে নিজের ধর্মপ্রচার
আলো জালানোর নামে আগুন জালিয়ে চলে স্বার্থসিদ্ধি
মানুষ মানুষের পাশে আর দাঁড়ায় না , ভয় পায়
যার জন্য দাড়ানো সেই মানুষটাই যদি না দাড়ায়
মানুষ এক হতে পারে যদি সে বিশ্বাস করতে পারে
যদি একজনকে ভরসা করে সবাই মিলে উঠে দাড়াতে পারে
তীর্থ