বাসনা যখন আকাশ ছোয়া , ইচ্ছে তখন মেলছে ডানা
স্বপ্ন তখন চোখের পাতা, বন্ধ হলেই দিচ্ছে হানা
আনমনা মন তখন খালি উড়ছে শুধুই আপনমনে
আশা আমার হাত ছাড়িয়ে আর কি কোনো বাধ মানে
অল্প সাধের সাধ ছাড়িয়ে আরো একটু চাওয়ায় হাত বাড়িয়ে
একটু একটু সময়ের সথে , ভরতে থাকো নয়তো খালি হাতে
যদি হাজার আলোর পতন ঘটে তখন কালো আঁধার জোটে
সপ্ন দেখার চোখ তাকিয়ে ,সপ্ন দেখার মান বাঁচিয়ে
নিজে কতো লম্বা দেখো ,হাত বাড়িয়ে কি ধরতে পারো
বুকের মাঝে ধুকপুকুণিটা বাড়ল না কমলো এবার
তাকিয়ে দেখো আকাশটাতে কটা তারা চিনতে পারো
সবই দেখবে একই রকম সবার ধর্ম দূরে থাকা
তাইতো লাগে সবার সপ্ন সবার কাছে খুব চেনা
একই সপ্ন দেখতে হলেও একই ভাবে যায়না দেখা
সপ্নের শেষ তখনি হয় সপ্ন যখন বাস্তবে হয়
তাইতো সপ্ন দেখার আগে বাস্তবের সাথে উঠতে বসতে হবে
যারা সপ্ন বাঁচতে পারে তারাই বাঁচার সপ্ন দেখে
সপ্ন দেখো বাঁচার শুধু আরতো সবই বাঁচতে গেলে
তীর্থ