আমার অধীরতায় সম্ভাব্য বৃষ্টির শিহরণ তুমি ।
তোমায় বেয়েই জিজ্ঞাসাগুলো তীব্রতর হয় ।
অজানা অদেখা অ-বলার মেঘ
তোমার বুকেই বৃষ্টি হয়ে ঝরে ।
রক্তাক্ত ভোর থেকে কূলভাঙা সন্ধ্যা, কিংবা
আসকের অন্তহীনতায় মুমূর্ষূ যাপন--
জীবন বাঁধে তোমার বালুচরে ।
কত বার্নিশ করা চোখ,
ঝাড়পোঁছ করা গাল,
নাম না-জানার শোক,
অব্যক্ত বিক্ষোভে
তোমার ভাঁজে মৌন-মিছিলে হাঁটে ।
কবিতা, ভাগ্যিস তুমি ছিলে ! তাই তো
আমি শব্দের গায়ে গন্ধ খুঁজে পাই;
গন্ধও হয় শব্দমুখর সুখ ।