সময়ের ক্যানভাসে অসময়-শঙ্খিনী দুর্বার ।
ক্ষয়ে যাওয়া বসন্তে পরকীয়া জ্যৈষ্ঠের অভিসার
এক রিফিউজি দেশ গড়ে স্রোতের শিয়রে ।
জলহীন সরোবরে বেহিসেবি স্বপ্নেরা অপারগ ।
নীল চোখ অরণ্যে সঞ্চয়ী স্বপ্নের বিস্তার
চোখাচোখি হয় যেই দিগন্তে-
বিপন্ন দ্বিরালাপে সুর বাঁধে ব্যাভিচারী সুখ ।
আকাশ যে চির-অসহায় ।
তবু ঘুড়ির ফোয়ারা ওড়ে তার বুক ছুঁয়ে,
মেঘের পালকে চাঁদ জোছনাতে দাঁড় বায়,
নীলেতে মেশে না তবু বেরং, ফারাক ।
কবি তুমি বিরাট হৃদয়...
যত পারো শখ-সুখে শোক সয়ে যাও ।
আমি ভালোবেসে মূক বেদুইন,
আগুন জ্বেলেছি আজ দিগন্তে...
দেখি, অনিকেত স্বপ্নেরা কার বুকে বাঁচে ।