শব্দের গায়ে শুভেচ্ছার আতর ঢেলে পাঠালাম ।
নন্দিনী, এই গন্ধ যদি তোমায় ছুঁয়ে যায়-
রিক্ত হাতে উপচে পড়বে সুখ,
থমকে থাকা শব্দতরী
অনুভবের উষ্ণ স্রোতে বাউল হয়ে ভাসবে ।

তুমি রক্তকরবী জিইয়ে রেখো মনের সরোবরে ।
ক্লান্তির বুকে আবেশ ছড়িয় তার ।
ভালো থেকো তুমি থাকার মতন করে ।
বর্ণে, বিবিধে, শ্রাবণের শোকে খরায় ।
ভালো থেকো তুমি রামধনু মেখে
ব্যালকনি ঘেঁষা কৃষ্ণচূড়ায় ।




অনেকদিন পর 'নন্দিনী'র জন্মদিন উপলক্ষে লেখা, ২৬ জানুয়ারি (রাত্রি, ১১.৪৫) ।