শব্দেরা ঘুমোলেই জীবনের ওপার দেখতে পাই ।
দেখি ভাঙার ভিড়ে জীবন গড়ছে নতুন ভাঙার ভিত ।
দারুণ অভিজ্ঞতায় শ্মশান মিশছে সমুদ্রে !
আর ডোমেরা পথ চেয়ে আছে উদভ্রান্তের মতো ।
তবু জীবনের বেহায়াপনায় যতি পড়ে না ।
একসময় পরিমিত যশ, খ্যাতির শিয়রে
ডানা ঝাপটায় শকুন-
আক্রান্তের শিরদাঁড়া নুয়ে পড়ে অনিরুদ্ধ সত্যতায় ।
ওপার জীবনের ইতিকথায় মৃত্যু নামে অবক্ষয়ে,
অসুস্থতায়...
তাই এপার জীবনেই মৃত্যু নামুক ।
মৃত্যু নামুক ভালোবাসায়, ভাঙায়-গড়ায়,
উদযাপনের সহজ স্রোতে ।
জীবনভাষ্যে তার ব্যঞ্জনা হোক সুখের রেপারে মোড়া ।
অথবা ওপার জীবনের মৃত্যু-কবিতা ব্যর্থ হোক,
প্রত্যাখ্যাত হোক এপারের কাছে-
অমোঘ ভালোবাসায় ।