সুখের জন্য ভাগ হয়ে যায়
   দেয়াল, ভাতের হাঁড়ি ।
বাঁচার দায়ে আজ কেন ভয়,
    আজ কেন মুখ ভারি !
বাঁচার দায়েই আইসোলেশন,
     পালিয়ে বাঁচাই দায় ।
  লজ্জা দিয়ে অসুখ ঢাকো
      বাঁচার অপেক্ষায় ?
                          
আজ কেন ভাই নারাজ ভীষণ,
     একলা ঘরের কাচে ?
মানুষ কি আর মানুষ ছাড়া
      মানুষ হয়ে বাঁচে !