আমি ইউক্যালিপ্টাস হতে চাই ।
তুমি হরিয়াল যদি হও-
ঠোকর কেটো ঠারে-ঠোরে ।
গোড়ায় খানিক অভিমান ছিটিও ।
এ গাছ যদি শেকড় ছড়ায়,
মগডালে হবে ভালোবাসার ইমারত ।
এ শুধু তোমার, একান্ত আপন ।
চাইলে এফোঁড়-ওফোঁড় করো এই গাছ-
দোহাই ! কুপিয়ে আড়াল হয়ো না ।
আমি ইউক্যালিপ্টাস হতে চাই ।
ভালোবেসে খোঁড়া করো না ।
যে শুশ্রুষায়, বসন্তে নামে অশীতিপর সন্ধ্যা-
তার চাইতে অনেক ভালো বিদ্যুতস্পৃষ্ট ভোর;
বড়ে গোলাম আলীর তোড়ি
আর আমার...
নৈঃশব্দ্যের মেহফিল ।