উৎসবেরই আকাশ জুড়ে
মন্দ্র-মেঘের হাঁক,
আমার কাল-বোশেখে বসন্ত যে
পঁচিশে বৈশাখ ।
চিরনতুনের ছন্দে জাগে
আমার আশৈশব,
মুগ্ধ বোধে সিক্ত তোমার
সৃষ্টিরই বৈভব ।
কোথাও তুমি 'বুড়োঠাকুর'
ছেলের বাউল ঘুড়ি,
তোমার বুকে সাঁতরে খুঁজি
জীবন বাঁধার নুড়ি ।
তোমার খোঁজে হাঁটছি যত
দেখছি ততই দূর,
অনুধ্যানের মন্ত্র তুমি
ওহে আঁখির নুর ।
তোমার মুক্তি আলোয় আলোয়
এই আকাশে হয়,
আমার মুক্তি জরায়, খরায়
বাঁধনে নিশ্চয় ।
দিন-দহনে রবীন্দ্রনাথ
মানুষ অসহায়,
'অমল' হয়ে মুক্তি খোঁজে
তোমার শব্দছায় ।
যাপনকথায় মেশাও তুমি
বাঁচার নতুন সুর,
স্তব্ধ শোকের মালায় গাঁথো
আনন্দ রোদ্দুর ।
সময়স্রোতে সন্ধ্যা নামুক
উঠুক ভীষণ ঝড়,
আঁধার ভেঙে স্বপ্ন আঁকার
তুমিই কারিগর ।
ক্রান্তিকালের অস্ত-গাথায়
যতই ভাঙুক লয়,
অম্লান রবে রবীন্দ্রনাথ
বিবিক্ত অক্ষয় ।