১
আর কোথায় বৃষ্টি ঝরে বলো!
এ তো আকাশের ভালোবাসা
সবুজের আলপথে ইনিয়ে-বিনিয়ে,
মাটির স্পর্শ পেয়ে সাবালক হলো।
কোথায় বৃষ্টি ঝরে বলো!
২
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি চেয়ে ছন্নছাড়া হন্যে।
এই শ্রাবণে বৃষ্টি নামুক
হাজার ফতুর ফুটপাতিয়ার জন্যে।
৩
শহরের ভিড়ে ফোসকা পায়ে পাথর ভাঙা।
ছেঁড়া ফতুয়ায় সূর্য-সায়র মৃত্যুরাঙা।
অঝোর ধারায় বৃষ্টি নামুক সেই আগুনে।
পংক্তিভাঙা চিঠির বাঁকে ঘোর ফাগুনে।
৪
ওরা সোহাগ করে শস্য ফলায় স্বপ্ন-পিষে।
সূর্যের সাথে পাঞ্জা লড়ে ক্ষুধার-বিষে।
মেঘমুলুকের ভরসা নামুক ব্যথার খেলায়,
ভাঁড়ার-জোড়া কান্না থামুক অস্তবেলায় ।
৫
এই ভুবনেই ভুবন মাঝি রাতবিরেতে বাস্তু হারায়,
তুমুলবেগে বর্ষা নামুক বর্ণচোরা বিচারধারায়।