এক পাতা ঝরা বসন্তে আমি
শুনেছি তোমার দীর্ঘশ্বাস ।
সেকি ভালোবাসা ? নাকি অভিমান ?
নাকি বেপরোয়া ভুলের পূর্বাভাস ?
তুমি অরণ্য রং মেখে
যদি বনান্তে বাঁধো ঘর,
আমি ইশারায় সারা হবো
খুঁড়ে সীমান্তে সরোবর ।
তুমি ফাগুনের স্নানে যেও
ঘন পলাশের পথে একা,
ধরো, অন্যমনস্ক পদক্ষেপে
হঠাৎ হয়তো দেখা !
যদি দখিণা তীব্র হয়
পঞ্চমে কুহু গায়,
যদি দারুণ রোষে মরিয়া সাগর
নদীতে মিশতে চায়--
সেকি অসম্ভবের গানে
শুধু নাকাল হবার'ই ক্ষণ ?
নাকি একটু বেঠিক, একটু ভুলের
অগোছালো আয়োজন !
থাক্ ! স্বপ্ন মধুর ভাঁজেই--
এই কৃষ্ণচূড়ার আগুন ।
থাক্ বুক পকেটে বসন্ত
আর চোখের পাতায় ফাগুন।
শুধু এইটুকুনই চাওয়া না-হয়
তোমায় ভালোবেসে,
যদি উতল হাওয়া নিথর করে
অরণ্য-স্নানে ঘেঁষে ।
এই বাউণ্ডুলের দিশায়
একটি রোকা দিও,
দেবো আগুনপাখির ভালোবাসা
উষ্ণতাটুকু নিও ।