বোধন হোক তোর যন্ত্রণায়,
হোক বঞ্চিতের প্রতিবাদে-
হাজার চোখের স্বপ্নে নামিস,
কাল-শিকারীর ফাঁদে ।
শয্যাশায়ীর শিয়রে জাগ্ তুই
পঙ্গু রাতের বুকে-
মৃত্যু যেখানে রোজ ভোরে এসে
জীবনে গন্ধ শুঁকে ।
সব জড়তায়, অবক্ষয়ে মা
প্রাণ ঢেলে তুই দে,
দেবী 'নমস্তে জগত্তারিণী
ত্রাহি দুর্গে ।'