বারবার ছুঁয়ে দেখি
আমিও কি বেঁচে আছি মানুষে !

নাকি মানুষের মতো করে
মানুষ ভুলেছি আমি
নোঙর বেঁধেছি উড়ো ফানুসে !

আমিও কি বেঁচে আছি মানুষে !

নগর গুছিয়ে যারা
হৃদয় ভেঙেছে দ্রুত আনুশে-

আমিও তাদের ভিড়ে
শহর পেরিয়ে গেছি
সময় গুনেছি শুধু মানুষে ?

আমিও বেঁধেছি 'আমি' ফানুসে ?