মেঘ, তুমি স্রোতস্বিনী হও ।
পৃথিবীর মারণব্যাধি একবার ধুইয়ে দাও
তোমার শ্বেতশুদ্ধ জলে ।
জগতসুদ্ধ লোক তোমায়
আকাশগঙ্গা নামে জানুক-
এই হোক তোমার নতুন আত্মপরিচয় ।
কাগজের ইতিহাসে সংশয় থেকে যায় ।
তুমি পৃথিবীর ভালোবাসায়
হৃদয়ের ইতিহাস হবে ।
এই আমি প্রতিশ্রুতি দিলাম ।
না না অমৃত নয়, শুধু আরোগ্যটুকুই দাও-
তুমিই হও পৃথিবীর- সেই অ-দেখা ঈশ্বর ।
কথা দিলাম মেঘ-
আমার আগামী শরতের সুস্থতায় হবে
তোমার আধিপত্য ।
যে সদ্যোজাত
জীবনের লক্ষণরেখা পেরিয়ে ছুঁতে পারল না
ব্যাধিগ্রস্থ মায়ের স্তনাগ্র-
তার চোখের জলে
আমার বসন্ত ভেসে গেছে সাহারায় ।
স্বপ্নের কারাগারে হৃদয় বেদুইন হলে-
অমন করে মানুষ মৃত্যুর অভিসারে যায় ।
ফিরে দেখার সময় আমার নেই ।
শুধু পৃথিবীকে সারিয়ে দাও ।
আগুনের টুঁটি টিপে ধরে
আরো একবার মৃত্যুর গায়ে
জীবনের স্পন্দন হয়ে ঝরো ।
আমি ঋণী হলাম আবার ।
জীবনের কাটাকুটি খেলায় তুমি হিসেব মিলিয়ে নিও ।