। জোমাটো।
( ধর্মাচরনের অধিকার সবার আছে,
কিন্তু মানুষে মানুষে ভেদাভেদের অধিকার কারো নেই।)
ধর্মের কাঠামোতে লাগে ভারী ট্রমা তো,
রঙ বেছে পাঠায়নি ডেলিভারি জোমাটো।
জানেই না পাপমতি ধর্ম কি ঠুনকো
জাত যাবে যদি খসে পান থেকে চুন গো।
খদ্দের চেয়েছিলো হবে খাঁটি হিন্দু
জোমাটো দিয়েছে দুধে গো’চোনার বিন্দু
ডেলিভারি দিতে আসে মুসলিম ছোকরা
আর কবে ধর্মকে বুঝবে যে লোকরা!
চাঁদে যাক দেশ আজ,ছুঁক না সে মঙ্গল
আলো নেই , মন জুড়ে আঁধারের জঙ্গল।
ছোঁয়াছুঁয়ি , জাতপাত ,আরো নানা কত কি
নিরাময় কোনোদিনও হবে এই ক্ষত কি?
মানুষ এড়াতে হলে ঈশ্বর বাঁচাতে,
সময় বন্দী তবে ধর্মের খাঁচাতে।
যে সবের পরে লোক মুখ ঢাকে লজ্জায়
ধার্মিক তাই করে টুইটারে গর্জায়।
বাদ নয় দেওয়া গেলো বাইরের খানাকে,
খরচা নিজের মতো, করে সেটা মানা কে?
কিন্তু বাজার করে বাদ দিয়ে জোমাটো
যদি দেখো বিধর্মী ফলান সে টমোটো?
ধর্মের হুজুররা করবেন ক্ষমা তো?
আর্যতীর্থ