। ভোটের ছড়া।
                   । ১ ।
ম’দি এবং মোদী করেন গদী নিয়ে যুদ্ধ
আমরা দেশের খাগড়া উলু তাই নিয়ে হই ক্রুদ্ধ
রামচন্দর কিংবা ঘাসে
আমাদের কি যায় বা আসে
আমরা তো স্রেফ খাড়া বড়ি ,রাঁধেন ওঁরাই শুক্তো
বয় জনতা দেশের জোয়াল, ওঁদের ভাগ্যে সুখ তো।

                   ।২।
ভগ্নহৃদয় নেত্রী নেতা খোঁজেন হারের উত্তর
নিজের দিকে আঙুল গেলে গর্জে বলেন ‘ ধুত্তোর!’
বাম গিয়েছে রামের দিকে
সংখ্যা হলো তাই তো ফিকে
দেখছি শুঁকে  ই ভি এমেও গন্ধটা গো মূত্র’র,
শেষ অবধি দোষ জনগণের , খবর গোপন সূত্র’র।

                     ।৩।
আমারই দায় দল হেরেছে, থাকবো না আর শীর্ষে,
বলেন নেতা, শপথ দেখে লজ্জা পাবেন ভীষ্মে।
ভক্তরা সব উঠলো কেঁদে,
অগত্যা বীর বলেন খেদে
থেকেই গেলাম এত করে চাইছে যখন ভিড় সে,
এমন আজব কুর্সি ছাড়ার গপ্পোটি নেই বিশ্বে।

                      ।৪।
যে জায়গাতে ভোট পেয়েছি , অগ্রগতি সেখানেই
তাবত কাজের জন্য লোকে ঠুকবে মাথা এখানেই
এই না বলে তাবত হুজুর
হম্বি তম্বি করেন প্রচুর,
যেন এ কাজ কৃপা করে, ওঁদের কোনো ঠেকা নেই,
অবাক হলেন পরের বারে, যখন ভোটের দেখা নেই।

                      ।৫।
দেশের রাজা কথায় কথায় টানুন যতই শহীদদের
ভোটকমিশন গন্ধ তাতে পাননি কোনো নিষিদ্ধের।
কম্পিটিশন নেই তো রাজার
তাই বুঝি তাঁর বাংলা বাজার
অন্য যে কেউ করলে সে কাজ ফলটা পেতেন ঝটিত টের,
কর্তাভজা হলে বাপু নেই কোনো দোষ চরিত্রের।

আর্যতীর্থ