। উনিশ এগারো।
বাংলাকে যারা ভালোবাসো তারা উনিশকে ভুলো না
এত সরকার গেলো এলো কেউ দিনটাকে ছুঁলো না।
অমর একুশে ফেব্রুয়ারী যেই বাঙালী রক্তে লাল,
মে’ মাস উনিশ একই রঙে ছোপে কমলা, শচীন পাল।
চিরকাল জেনো আবেগতাড়িত, বাঙালী যাদের নাম,
উপাসনা তারা বাড়িতেই রাখে, রাম যিশু ইসলাম।
ইদানিং কিছু রাজনীতি ফড়ে পাকায় ধর্ম সলতে,
কাজেই লাগবে সালামের সাথে কুমুদেরও কথা বলতে।
অহমিয়া আর বাংলা দু’বোন, ভাষাবিদরাও তা মানেন
ভোটরাজনীতি ফায়দা লুটতে দ্বেষ-বিভাজন বানালেন
ওরা অহিংস প্রতিবাদী হন ফেরাতে ভাষার মানকেই,
বীরেন, হিতেশ, তরণীর তবু বাঙালী স্মৃতিতে স্থান নেই।
জব্বর, বরকত , রফিকের পাশে নাম যোগ হবে আরো,
সুনীল, কানাই , চণ্ডী’র খুনে ইতিহাস লাল গাঢ়।
আমরা বাঙালী শহীদের নাম অনায়াসে ভুলে থাকি,
সুকোমল আর সত্যেন্দ্র’র স্মৃতি জুড়ে তাই ফাঁকি।
সালখানা ছিলো উনিশ এগারো, সামনে সাহেব, পায়ে বল,
এগারো বাঙালী শিল্ড জিতে নিলো খালিপা’কে করে সম্বল
মে’মাস উনিশ, বাঙালী এগারো, সামনে দেশীয় বন্দুক,
ভাষাকে জাপটে বীরেরা দাঁড়ালো নিরস্ত্র তার সম্মুখ।
দেখো এইভাবে মনে রাখে কিনা সব মনে রাখা ফেসবুক..
আর্যতীর্থ