। উগ্রবাদী।

যাক বাবা, অবশেষে বুঝেছেন রাজা,
কলম বা ক্যামেরাকে ভয় পেতে হয়।
যারা টেনে নিতে পারে চেয়ারের নিচে কার্পেট,
বন্দুকী হিংসায় তারা অনেকেই তত পটু নয়।

দেশ ও রাষ্ট্র যে সমোচ্চারিত ভিন্ন শব্দ,
সেই কথা বোঝানোর কম হলে লোক,
দেশপ্রেম বললেই কানে বাজে যুদ্ধদামামা,
রাজার বিরোধী মানে নিশ্চিত হারামি নমক।

সুচারু আই টি সেলে ধোয়ানো মগজে
অস্থির সমকাল বিচারকে হত্যায় খোঁজে
ঈশ্বর অজুহাতে আততায়ী হয়ে গেলে ধর্মবাহক
হিংসাকে স্বাভাবিক বলে ঘুম দেওয়া যায় ভারী সহজে।

এইসব কথা কেউ লেখে আঁকে যদি,
রাজকীয় চোখে দেয় কোনোভাবে তীক্ষ্ণ আঙুল
এ কে সাতচল্লিশ কাঁধে তার নাই শোভা পাক,
তাকে খোলা ছেড়ে রাখা হবে মহা রাষ্ট্রীয় ভুল।

সহজ সরল রুল, উগ্রবাদীর সাথে তারা সমতুল..

আর্যতীর্থ