। উদ্বোধন।
উদ্বোধন আর বোধনের ফারাক না বুঝলে,
উৎসব পিছলায় পায়ে পায়ে দিয়ে যাওয়া রাজনীতি তেলে।
সার্বজনীনের বুকে কেউ ক্ষমতাকে গুঁজলে
সুখ এসে অনায়াসে কপাকপ করে সব আনন্দ গেলে।
বিশ্বজননীর সাথে রাজনীতিকের বন্দনা
পুজোর ভিড়কে ভুল করে ভোটের মিছিল ভাবে,
উৎসবের মানে আর মিলনের গন্ধ না,
নেতার ছবি ও বাণী কোনখানে কতদূর গিয়ে পৌঁছাবে।
হীরেজহরতে কোটি টাকা অশালীন খরচায়
কারা যেন পুজোটাকে দিলো গুম করে
ভালবাসা ঘা দিয়ে গেলো শুধু নানা দরজায়
শহর নাচছে তবু তুলে ভুলে যাওয়া সব সেলফির ঘোরে।
নেতা অভিনেতা নয় , উৎসবে মা ছিলো প্রধান,
অমুক আর তমুকের পুজোতে গৌণ বড় জগজ্জননী,
নাগরিক ভক্তের চাওয়াপাওয়া যথারীতি অ-শুনানি ম্লান,
পুজো এলে সবচেয়ে খুশি আজ মদের বিপণি।
শহরের বুকে আজ উমারও নো পার্কিং বুঝি,
কোথায় ঘোরেন তিনি কে জানে ছেলেমেয়েকে নিয়ে,
অসহিষ্ণু ক্লিক নয়, মন্ডপে নমো করা হাতগুলো খুঁজি,
কোটিবাজেটের পুজো ছেঁড়াফাটা শহরকে ধরেছে পেঁচিয়ে।
মিলনের উৎসব যদি, চারদিকে বৈভব কেন অশ্লীল?
হে শহর , বলে দাও, বোধন উদ্বোধনে কোথায় অমিল!
আর্যতীর্থ