।ট্র্যাফিক জ্যাম।

সেই কবে স্টার পেয়েছিলে, উথলে স্মৃতি মারছো ঘ্যাম,
এইচ এসে বেস্ট বা এভারেস্ট, শীর্ষে এখন ট্র্যাফিক জ্যাম।
লেটার পাওয়া ফেলের সমান, নব্বইতেও মুখ কালো,
একশো যদি না পাওয়া যায়, রেজাল্ট মোটেই নয় ভালো।

হঠাৎ করে আই কিউ কি বাড়লো সবার লাফ দিয়ে?
আয়না বলে , এযুগ হলে ভাব তো কোথায় নামতি রে।
যে নম্বরে পড়শি এসে মাততো খুশির হুল্লোড়ে,
এখন পেলে টানতো বসে ছাত্র নিজের চুল ধরে।

একশোর’ও কি মান থাকে আজ, এত্তজনে তাই পেলে?
পাহাড় দেখায় বড্ড নিচু, চুড়োয় এত ঠাঁই পেলে।
প্রশ্ন যদি সহজ বনে, মেধাবী যায় বেশ ঠকে,
কঠিন হলে তবেই প্রমাণ, ওদের মধ্যে শ্রেষ্ঠ কে।

অর্ধশতক হোক না সহজ, বই যে পড়ে পাক ওটা
ঠিক পরে তার প্রতি দশে, কষ্টতে হোক ধাপ ওঠা।
আশির থেকে একশো পেতে হোক না মগজ হন্যে
বলতে না হয় ভালো রেজাল্ট প্রকাশনীর জন্যে।

ব্যাপার নিয়ে  ভাবুন কিছু, তামাম স্যার ও ম্যাম,
মেধার পক্ষে নয় ভালো এই শীর্ষে ট্র্যাফিক জ্যাম।

আর্যতীর্থ