। তরজা।

শহর জুড়ে তরজালড়াই চলছে প্রবল,
পশুপ্রেমিক এবং যারা তেমনটি নন,
সশব্দে আজ আছড়ে পড়ে কথার ছোবল,
যুদ্ধ চলে মুক্তি বনাম যাবজ্জীবন।

বীভৎসতায় গেস্টাপোরাও লজ্জা পাবে
শিউরে উঠে দেখার ভয়ে চোখ বুজে নি,
আমৃত্যুকাল এই স্মৃতিরাও সঙ্গে যাবে,
সবাই কি তাই, মানুষ বলে যাদের চিনি?

মানুষই তো!
এমনতর যুক্তিবিহীন নৃশংসতায়
আসবেনা আর ধারেকাছে একটি প্রাণী,
নিজের এবং এই পৃথিবীর ধ্বংসকথায়
মানুষই বয় একলা অপরাধীর গ্লানি।

তাই বলে কি তাকেই ধ্রুব নিচ্ছি ধরে,
চোখের জন্য চোখ চান আজ সভ্যজনে?
জিঘাংসা আজ চাইছে বলি এমন করে,
চেষ্টা তবে থাকবে না কি সংশোধনে?

মানুষই তো!
কাহিনী তার প্রচুর লেখা ইতিহাসে,
অন্ধকারের কবল থেকে ফেরত আসার
কালোর কাছে যেসব আলোর চিঠি আসে
মানুষই তো শব্দ জোগায় তাদের ভাষার

আমরা তবে কোনপথে কে হাঁটতে যাবো?
বর্তমানের আখর যে কাল ইতিহাসও,
হিংসাতে কি খুনের নেশায় আটকে যাবো,
নাকি বলবো হাত বাড়িয়ে ‘ উঠে এসো’

উত্তরণে চাইলে যেতে একটাই পথ....
‘ভালোবাসো’।

আর্যতীর্থ