। তর্পণ।

কে তোমায় বলেছে বলো তো, শুক্রের আধাতেই বংশ লুকিয়ে?
ডিম্বের অর্ধটি ফালতু ও ফাউ, এ ধারনা ঢুকিয়ে দিলো কে কখন মনে?
ইভকে আদম থেকে ন্যুন ভেবে নেওয়া হলো কিসের কারণে, সে খবর বিস্তারিত করেনি কোনো ধর্মগ্রন্থের বাণী,
ইভ নন, আদমই যে প্রথম মানব, সেটাও তো বইয়ে লেখা জ্ঞানই।
স্ত্রী সৃষ্টি না করে প্রজাতির পুরুষ বানাবেন, সৃষ্টিকার যদি এতটাই বোকা,
তবে আর ঘটা করে তাঁর পায়ে কেন গিয়ে পেন্নাম ঠোকা?

পুরোনো কাসুন্দি থাক, সেসময় ওয়াটসন ক্রিক এসে বোঝাননি জিন।
এখন তো জানা গেছে তুমি আমি বাবা-মা’র আধাআধি ঋণ, তবু কেন পূর্বজ পুরুষই হবে?
কেন নেই পূর্বনারীরা এই একবিংশ শতকেও জন্ম অনুভবে, সেকথার কে দেবে জবাব?
পদবী বদলালে বুঝি অর্ধেক জিন ফেলে বদলে স্বভাব?

দেবীপক্ষ শুরু, মন্ত্রের শ্রদ্ধাতে স্মরণে বরণ হন পিতৃপুরুষ, পিতা , পিতামহ ধরে ক্রমশ ওপরে ওঠে সেই অঞ্জলি।
কখনো ভাবিনা কেন, যুগ যুগ ধরে সেই তর্পণ থেকে যায় অর্ধ কেবলই?

আর্যতীর্থ