। স্বত্ত্ব।

বেটি পড়াও বেটি বাঁচাও, গুল তো বটেই, বড্ড কাঁচাও
প্রবচন বলে প্রবঞ্চনাকে শুধু আস্কারা দেওয়া
লক্ষ্মী দুর্গা কালী পুজো সার, ঘরে মেয়ে হলে আজও হাহাকার
বড় হতে কত নোংরামি সয় হিসেব হয়না নেওয়া।

মেয়েবেলা দেশ চেনো কতটুকু , যবে থেকে সে এইটুকু খুকু
তখন থেকেই চেনা পুরুষেরও টুপটুপ লালা ঝরে
যে কোনো মেয়েকে শুধিও নিভৃতে একজনও যদি পারো খুঁজে নিতে
ইচ্ছাবিহীন লালসার স্মৃতি আঁকা নেই যার ঘরে।

উন্নয়নের কি ধেনু দোয়াও, প্রতিদিন দেশে ঘটে উন্নাও,
ক্ষমতাসীনের কামের আগুনে কিশোরীরা জ্বলে খাক,
সকলে এখানে তামাশাই দেখে  সাক্ষী বিরূপ হয় একে একে
দেশ পরিবার প্রত্যেকে চায় ধর্ষিতা মরে যাক।

মুখে করে বাত শুধু বড় বড় পুলিশ নালিশ নিতে জড়সড়,
আইন এগোয় এমন গতিতে শামুক লজ্জা পায়,
রোজ ভাঙা চুড়ি, ফাটা আয়নারা শোনে সেইদিন বলি হলো কারা
দ্রৌপদী সীতা  দ্বারে দ্বারে ঘোরে বিচারের  ভিক্ষায়।

শুনি নাকি আজ কিছু কিছু গ্রামে ভ্রুণ খুন চালু এত কম দামে
গত ছয়মাসে কন্যা সেখানে জন্ম নেয়নি কোনো,
কি হবে এদের গ্রেপ্তার করে, পচন গিয়েছে এতটা ভেতরে,
আগামী কদিনে ধ্বংস আনবে তাই বসে বসে গোনো।

বেটি বাঁচাও বেটি পড়াও ,  গল্পের গরু গাছে যে চড়াও,
আসলে হে দেশ, এখনও রয়েছো ব্যাটাদের নিয়ে মত্ত,
স্রেফ কিছু কিছু মা আর বাবা এড়িয়ে বাঁচিয়ে সামাজিক থাবা
করে চলেছেন আত্মজাদের বাঁচবার ভিত শক্ত।

বাকি সব নারী এখনো আসলে শুধু সামাজিক স্বত্ত্ব।

আর্যতীর্থ