। স্বরবর্ণ।

অজগর হয়ে ধরি ক্ষমতাকে পেঁচিয়ে,
আমটি জনতা ভেবে চুষে খেয়ে গেছি হে।
ইঁদুরের মতো যত ভোটারের পাল যায়,
ঈগল দেখছে কে ই ভি এমে পাল্টায়।
উট হয়ে কালো টাকা লুকিয়েছি কুঁজময়,
ঊ ঝুলে থাকে, কাজ কোনো শেষ নয়
ঋষি সেজে ভোটে যাই, মুখে মাখা সততা
লিকার পারেনা খেতে ডিগবাজী অতটা
এক্কা চাপবো কেন, দামী গাড়ি চড়ি তো
ঐ দেখো ঘোটালাতে কার নাম  জড়িত
ওলকচু হয়ে আমি গলা ধরি দেশটার
ঔষধ কিছু নেই, যত করো চেষ্টা...

বিশদে আমার কথা বলি স্বরবর্ণেই,
তবু কেউ বাধা দেবে দেশে সেই স্বর নেই..

আর্যতীর্থ