( টালত ঘর মোর নাহি পরবেশি. .. বাংলাভাষার প্রথম কবিদের অনুকরণে কিঞ্চিৎ সান্ধ্যভাষার চেষ্টা..)

         । স্বর সৎই।

স্বর সৎই নয় যার , বাণী তার হানিকর,
পুরোহিত ভেবে তাকে ঘর বয়ে আনি ঝড়,
সব শ্বেত শ্বেতা নয়, মৃত্যুরও রঙ সে,
প্রয়োজনে আয়োজন মগজের ধ্বংসে,
করছে যে, তার পা’কে ভেবে নিলে পদ্ম,
স্বর সৎ ভাবনারা বন্দী ও বধ্য।

বিনা পানি মাছ হয়ে খাবি খেলে শিক্ষা,
জীবিকা দাঁড়ায় হয়ে জীবনের ভিক্ষা।
সুখ লা সুখ লা বলে বিজাতীয় লব্জে,
যেইটুকু সুখ ছিলো শুকায় তা সব যে,
সংস্কৃতির সং কৃতী মুছে দেয় যেই,
বিদ্যা বিদায় নিতে আর বেশি দেরী নেই।

শুভ রা কাড়ে না, অশুভরা শাব্দিক,
মন্ত্র না, মন্ত্রণা মন্থন চারিদিক,
ভারতই নড়বড়ে, ছেড়েছেন কমলা,
ভারতী কেমন করে থাকবেন অমলা,
হংসের রূঢ় প্যাঁক, শিক্ষিত লক্ষ্য
অতীত আগামী ভাবে আজকের যক্ষ।

অঞ্জলি হয় নাকি অন্তর্জলীতে,
ডিগ্রী কাগজ শুধু, লাভ নেই ফলিতে।
কমল লোচন শুধু খোলে চোখ রাঙাতে,
খালেতে কুমীর খেলে, ব্যাঘ্ররা ডাঙাতে।
ছাত্র অর্থ আজ টিউশানি-খদ্দের
রাম নাম সৎ দেশে নেই স্বর সত্যের।

ডি জে বাজা বন্দনা বাণী-পূজা অদ্যের।

আর্যতীর্থ