।সুভাষ।
পদাতিক, কেন কেউ হাঁটবে মিছিলে?
তিক্ত সে সত্যকে ফেলা যাক গিলে,
ইচ্ছেরা চলে গেছে কায়েমী থাবায়,
মানুষের দাবীগুলো মানুষই দাবায়।
এসব এখন কোনো কবিকে ভাবায়?
ভাবায় না, কবি আজ মঞ্চে আসীন,
মঞ্চরা যথারীতি রাজার অধীন।
স্বভাবত, বাঁধা আছে অনেক উঁচুতে
মাটি লাগা হাত তাকে পারবেনা ছুঁতে।
নাকি কবি অপারগ নামতে নিচুতে?
আসলে কবি যে কে, ভুলে গেছি তাই।
পিছু থেকে হাঁক শুনে ‘ পা চালিয়ে ভাই!’
ঘুরে দেখি বলছে যে , চিনিনা তাকে,
কবি নয় নিশ্চিত, তারা সভা আলো করে থাকে।
তাহলে ও কে, চলেছে কে মানুষের ঝাঁকে?
ওকে চিনবে না।আধুনিক যুগে ‘রেট্রো’,
স্টেশনে লিখেছে নাম শুধু মেট্রো।
বাকি সব? ভুলে যাওয়া, বঙ্গীয় ট্র্যাডিশন মেনে
কাগজে বারুদ লেখা ছিলো যার মৃত্তিকা ছেনে।
ফুল ফুটুক না ফুটুক, সে পাগল মানুষকে চেনে...
আর্যতীর্থ