।সংলাপ।
হইচই হাসি তামাশার শেষে যে নীরবতা পড়ে থাকে,
ভালোভাবে চিনে রাখ তাকে।
নিঃশব্দে সময় কিছু আবেগ সরিয়ে রাখে,
যাদের কাতর ডাকে
জিভ সাড়া দিলে এ সুখের ছদ্মবেশ ধরা পড়ে যেতো।
অম্লমধুর দিয়ে ঢেকে রাখা তেতো,
সম্পর্ক টেঁকানোর আদিমতম পদ্ধতি এ তো,
দেঁতো হাসি কতবার ঢেকে রাখে দাউদাউ করে জ্বলা আশাদের ক্ষেতও,
হিসেব রাখে কি কেউ।
কত হাসি সুখদীপ জ্বালে না আদৌ
মনে, মিষ্টি সম্ভাষণে ঢাকা পড়ে থাকে কত সুনামির ঢেউ ভেতরে ভেতরে, কে দেখতে চায় সেটা সরিয়ে আড়াল? নীরবতা লাভাস্রোত বেঁধে রাখা আল,
হঠাৎ বিস্ফোরণে ঢাল
হতে পারে ভালো।
না পাওয়ার অভিযোগ বড্ড জোরালো,
সব আলো মুছে দিয়ে কালো
করে দিতে পারে চেনা দুনিয়াটা।
কথার জোয়ার শেষে নি-কথার ভাঁটা,
কাটাছাঁটা করে দেয় জ্বলন্ত অভিমান, চাপা দুঃখকে।
ধুত্তোর, খামোখাই এত কথা বলে ফেলি তোকে..
আর্যতীর্থ