। স্মরণীয়।
কে কাঁদে? শোক উপগত হল বলো কার স্বরে?
আরেকটা এপিটাফ লেখা হয়ে মুছে গেলো আজ কার ঘরে?
বয়েসে বৃদ্ধ ছিলো, নাকি সে নবীন,
এব্যাপারে যম বড় বিবেচনাহীন,
সহসা প্রকট হয় অথবা ধ্রুপদী লয়ে ধীরে ধীরে আসে,
যে মানুষ ভেবেছিলো মূলধন পুঁতেছে সে আয়ুর গভীরে, হঠাৎই উপড়ে যায় নিমেষের ঝড়ে।
মৃত্যু। আজীবন জীবনের ছায়া হয়ে ঘোরে।
নাকি বিপ্রতীপে,কালের কলম-কালি মৃত্যুর হাতে,
ত্বরিৎ খেয়ালে তার ভাঙে নিব, চরৈবেতিতে যায় চির-দাঁড়ি পড়ে।
মৃত্যু। তোমার আমার খুব পাশ ঘেঁষে বসে,
পেয়েছো সঙ্গী তাকে জীবনের দোষে।
এসো প্রিয়, আরো ঘন করে নিই স্মৃতির বুনোট,
তামাম তালুক জমি, ব্যাঙ্কের নোট কার ছিলো কার হবে এবং কখন,
মরণ তা জানে।
আমরা বরং বুঝে জীবনের মানে,
স্মরণ করার মতো কিছু মুহূর্ত সন্ধানে যাই চলো।
মৃত্যু বাড়ালে হাত, তারও যেন শোকে হয় চোখ ছলোছলো..
আর্যতীর্থ