। সিঁদুর।
সিঁদুর অতি বিষম জিনিস, নারী তখন প্রপার্টি,
খোলসা করে বলেন নেতা, সেই সামাজিক ব্যাপারটি।
কারোর মাথায় থাকলে সেটি অন্য পুরুষ বন্ধু নয়,
গন্ধ বেরোয় চারিত্রিকের আদ্যিকালের কোন ধুনোয়।
ঠোকেন নেতা এক নারীকে পরকীয়ার সন্দেহে,
বলেন সিঁদুর মানেই নারী স্বামীর দাসী মন দেহে।
তর্ক খাতির নাহয় ধরি, প্রেমই এটা বাস্তবিক,
তার মানে তো অন্য পুরুষ একই পথের সাথ-পথিক।
পুরুষ তো তাই কপালজোরে সিঁদুরবিহীন সীমন্ত,
অন্য নারী থাকলে ঘরে দায় তবু নেই তখন তো।
কাজেই নেতা লাঞ্ছনাটি নারীর করেন প্রকাশ্যেই,
কুরুর সভা চলছে আজও, বিনসুযোগে প্রকাশ নেই।
ভীষণ রকম নিম্নরুচি ব্যক্তি নিয়ে রাজনীতি
উথালপাথাল বৈবাহিকেও বহু লোকে আজ কৃতী।
কিন্তু তারও অনেক নিচে সিঁদুর তুলে কটুক্তি,
ছড়িয়ে গেলো এদেশ জুড়ে দুঃশাসনের অসুখ কি?
সব নারী হোন সম্মানীয়া, খুব দুরূহ এটুক কি?
আর্যতীর্থ