।সত্যি-কথা।

তোমার সত্যি আমার সত্যি যদি দিক বাছে উল্টো,
দুজনের মধ্যে কারোর একটা হয়েছে হিসেব ভুল তো।
এ বিচার চলে আজন্মকাল, সত্য হয়না ভিন্ন
ডিজিটালে দেখি চারদিকময় বিপরীতমুখী চিহ্ন,
ছেয়ে গেছে আজ ডাহা মিথ্যেরা সত্যকথার ছদ্মে,
ঘুরপাক খেয়ে চলেছি সবাই গোলোকধাঁধার মধ্যে
ধান্দাবাজেরা সঠিক তথ্যে গিয়েছে মিছের গু গুলে,
অভ্যাসবশে আমরা সত্য মানছি যা বলে গুগলে,
তোমার সার্চে উঠে আসে যেটা আমার সার্চে অন্য
সত্যি আজকে আলাদা হয়েছে তোমার আমার জন্য,
তুমিও আসলে মিথ্যা বলো না, আমিও বলছি সত্যি,
ডিজিটাল যুগে দুজনকে মারে নেটের দানব দত্যি
ওরা বই থেকে ছিনিয়েছে মন, পাতা ওল্টাতে কে যাবে,
ধারণা দিচ্ছে যা কিছু ইচ্ছে সব পাবে বিনা কেতাবে,
এ সুযোগ বুঝে মিথ্যা ব্যাপারী বেসাতি খুলেছে ওখানে,
যেমন সত্য তোমার চাহিদা সব পাবে সেই দোকানে,
যদি পেতে চাও তোমার ধর্ম বিশ্বের সেরা, পাবে তা
বাকীরা কতটা খল ও দুষ্ট, খাতা পেয়ে যাবে জাবেদা,
রাজনীতি গতি, পাপের প্রকৃতি, ঠিক বেঠিকের সংজ্ঞায়,
ঠিক সেটা পাবে যেটা বিশ্বাস করতে তোমার মন চায়,
সেই অস্ত্রতে বলীয়ান হয়ে তুমি সত্যির পালোয়ান,
আমিও তোমাকে আঁধার প্রমাণে তুলে ধরি ভিন-আলোখান,
আসলে দুটোই চন্দ্রের মতো, গুগল আলোতে উজ্জ্বল,
সত্য যেখানে কারখানাজাত, কে ধরবে সেই গুল বল?
এসো না এবার বইয়ে ফেরা যাক, প্রমাণ খোঁজার কষ্টে,
ডিজিটাল যুগে সত্যিকে রাখে মিথ্যারা অস্পষ্টে,
শূন্য একের বিপণী সাজিয়ে ভুল কথা বাড়ে গোকুলে,
সবকিছু নয় সত্যের বাণী যা কিছু লেখে গুগলে।
তোমার সত্যি আমার সত্যি যদি দিক বাছে উল্টো,
হয়তো দেখবে দুটোই সত্য আধারে মিথ্যা গুল তো।

আর্যতীর্থ