। সত্য।
ঘেঁটেঘুটে সামাজিক ণত্ব ও ষত্ব,
পেয়ে গেছি সততার সবিশেষ তথ্য।
ইতিহাস চুপচাপ ফুটনোটে লেখে তা
( বিজয়ীর সব ভালো, চিরকাল সে কেতা)।
ব্যাপার সহজ অতি, যাদের রাজত্ব,
মন্ত্রী ও রাজগুরু, পাত্র অমাত্য,
তাঁরা সব দুর্নীতি সন্দেহ উর্ধ্বে,
( যতই করুন দাবী সব লাভগুড় দে)।
মসনদে বসবার প্রাথমিক শর্ত,
সমকালে স্তব হবে ‘রাজা ভারী সৎ তো।’
অসতেরা করে বাস আগেকার আমলে,
প্রতিটি প্রচারঢাকে কাঠি পড়ে তা বলে।
প্রগতির পথে পড়ে যত খাঁই গর্ত
অতীত ভুলের প্রেত তার ওপর ভর তো।
বর্তমানের রাজা থুবড়ালে হোঁচটে
সান্ত্বনা দেয় চেলা ‘ পাস্ট টেন্স কুচুটে’।
বলে দিলে জানি গালি আসবে অকথ্য
ইতিহাসও চেপে রাখে নিদারুণ সত্য।
এখন যে ধ্বজা তোলে সততার দাবীতে
কালিঝুলিগুলি তার দেখা যাবে ভাবীতে।
আর্যতীর্থ