।সাথী।
দেখতে গেলে, তফাতই নেই ভীমসেন আর দুঃশাসনে
দুজন ভারী বাধ্য ছেলে, যে যার দাদার কথা শোনে।
পাপপুণ্যের উহ্য বিচার, নেই পরোয়া সত্যি মিছা’র,
যেমন বলেন অভিভাবক, রুটিন বাঁধা সেই বাঁধনে।
তেমন কি আর ফারাক বলো কর্ণ এবং অর্জুনে,
এর কাছে যা অস্ত্র মারণ, সব রয়েছে ওর তূণে।
দুজন সমান ধনুর্ধারী, অনেক আছে প্রমাণ তারই,
তফাত শুধু বন্ধু বাছায়, চলেন কথা কার শুনে।
কোথায় নোঙর করছো সময়, দিচ্ছো কাকে সমর্থন,
ঠিকভাবে ভুল বাছার ওপর ভাবীকালের বিবর্তন।
শুরু করে শূন্য থেকে , সঙ্গে তোমার থাকছে কে কে
খল বা নায়ক বলবে জীবন মিলিয়ে হিসেব সেই মতন।
আর্যতীর্থ