। সাথী।
শিকড়ের খোঁজ রেখো হে বৃক্ষ!
মেঘের দিকে প্রাণপণ ডাল মেলে দিলেও,
মাটি যার নেই তার ভাগে দুর্ভিক্ষ।
গর্বিত সবুজে যে এত ক্লোরোফিল,
মনে রেখো সে ছবিতে রঙ ভরে যে,
তার সাথে আকাশের বড্ড অমিল।
ভেবোনা খেলছো যদি হাওয়া পাতা নাড়ে
বাতাসিয়া কৌতুকে তুমি মূল্যহীন
উপড়িয়ে ফেলে দেবে ঝড়ের আছাড়ে।
পাখি? সে তো জন্ম পরিযায়ী,
ডালে ডালে সখ্যতা করে যাওয়া সখ,
স্বভাবত দুঃখতে তারা উদ্বায়ী।
মেঘ ডাকে, বৃষ্টিও ভেজায় পাতাকে।
ঋতুর খেয়াল সেটা, ইচ্ছাধীন না,
অনেক বর্ষার গায়ে তৃষ্ণা লেখা থাকে।
হাওয়ার পক্ষপাত পাল্টায় দিক তো,
মেঘ এসে সঙ্গত দিতে পারে ধ্বংসে,
পাখিরাও চলে যাবে পাতা হলে রিক্ত।
শুধু শিকড় থাকবে সাথে, মনে রেখো, বৃক্ষ।
আর্যতীর্থ