। শাস্ত্রীজী।

অক্টোবরের দুই তারিখে বাপুর কথা চারদিকে,
আমরা সবাই ভুলেই গেলাম লাল বাহাদুর শাস্ত্রীকে
যার সুবাদে স্লোগান হলো জয় কিষান আর জয় জওয়ান
ইতিহাসের মাকড়জালে আটকে আছেন সেই মহান।

লজঝড়ে এক গাড়ি কেনা , মাসিক ধারের কিস্তিতে,
আর কারো কি এমন কথা পড়েছো কেউ হিস্ট্রিতে?
মন্ত্রীসভায় বাদ পড়ে তাই, বিজলিবাতি নিভিয়ে দেন
পয়সাকড়ি নেই যে হাতে, বিল চুকিয়ে কি দিয়ে দেন।

এই মানুষই ত্রাহি ত্রাহি রব তুলে দেন পাকিস্তানে,
(ইতস্তত’র অসুবিধা চীনের বেলায় আর্মি জানে)
‘ আমুল’ শুরু তার আমলেই, ক্যুরিয়েনের জাদুর কাঠি,
এমন নেতার পায়ের ছোঁয়ায় পবিত্র হয় দেশের মাটি।

এখন দেখি সব নেতারাই  ঘোটালাতে আছেন ঘেঁটে
কোষাগারের টাকা ফাঁকা খাঁই জোগাতে ঢাউস পেটে
কোটির কমে টাকা হলে সংসদে তাঁর ঢোকা বারণ
হাজার দোষের পাপ ঢেকে দেয় টাকাই এমন বিপত্তারণ।

এমন দিনে আসুক মনে ‘জয় জওয়ান’ এর সে উচ্চারণ..

আর্যতীর্থ